আরসিবির জার্সিতে খেলছেন আইপিএলে ভুবনেশ্বর কুমার
প্রথম ভারতীয় পেসার হিসেবে নজির গড়লেন ভুবনেশ্বর
একমাত্র ভারতীয় পেসার যিনি টি-টােয়েন্টিতে ম্য়াচ খেললেন
৩০০ ম্য়াচে ৩১৬ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর
হার্দিক পাণ্ড্য ২৯১ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে
২৩৪ ম্য়াচ খেলেছেন জসপ্রীত বুমরা
২০৪ ম্য়াচ খেলেছেন পেসার হর্ষল পটেল
তবে এই তালিকায় পেসার ও স্পিনার মিলে সবার ওপরে যুজবেন্দ্র চাহালের