প্রতি বছরই মহেন্দ্র সিংহ ধোনি পরবর্তী আইপিএলে খেলবেন কি না, সেই নিয়ে জল্পনা চলে।



মাহি বারংবার বলে এসেছেন আইপিএলে খেলাটা তাঁর শরীরের ওপর নির্ভরশীল।



সাম্প্রতিক অতীতে বারংবার চোট আঘাতে ভুগেছেন মাহি।



তা সত্ত্বেও অবশ্য এ বছরেও ধোনি আইপিএলের সবকয়টি ম্যাচ খেলেন।



তিনি এ বছরের আইপিএলের পরেও জানিয়েছিলেন তিনি ফিটনেস দেখেই খেলা বা না খেলার সিদ্ধান্ত নেবেন।



ধোনির ডাক্তার কি তাঁকে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছেন?



সিএসকে তারকা জানান তিনি এক নয়, পরবর্তী পাঁচ বছর আইপিএল খেলতে পারবেন।



তবে মজার ছলেই তিনি বলেন কেবল চোখ দিয়ে তাঁর পক্ষে এতদিন খেলা সম্ভব।



আর শরীরের কথা বলতে গিয়ে মাহি জানান তাঁকে এখনও ফিটনেস নিয়ে ছাড়পত্র দেওয়া হয়নি।



অর্থাৎ ধোনির আইপিএলে অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা কিন্তু অব্যাহত রইল।