গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকার বিরাট মূল্যে ২০২১ সালের নিলামে দলে নিয়েছিল আরসিবি পরের পর মরশুমে তাঁকে রিটেনও করে ফ্র্যাঞ্চাইজি আরসিবির হয়েই বিগত চার মরশুম ধরে খেলছেন অজ়ি তারকা ২০২১ সালে ৫১৩, ২০২২ সালে ৩০১ ও ২০২৩ সালে আরসিবির জার্সিতে ৪০০ রান করেছেন তিনি তবে গত মরশুমটা একেবারে ভাল কাটেনি 'বিগ শো'-র ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি খবর অনুযায়ী পরের মরশুমে আর আরসিবি জার্সিতে হয়তো দেখা যাবে না তাঁকে পরের বারের আইপিএলের আগে মেগা নিলামের আয়োজন করা হবে ম্যাক্সওয়েল সোশ্যাল মাধ্য়মে আরসিবিকে আনফলো করেছেন এর জেরেই তাঁর দল ছাড়ার জল্পনা বাড়ছে