গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকার বিরাট মূল্যে ২০২১ সালের নিলামে দলে নিয়েছিল আরসিবি
ABP Ananda

গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকার বিরাট মূল্যে ২০২১ সালের নিলামে দলে নিয়েছিল আরসিবি



পরের পর মরশুমে তাঁকে রিটেনও করে ফ্র্যাঞ্চাইজি
ABP Ananda

পরের পর মরশুমে তাঁকে রিটেনও করে ফ্র্যাঞ্চাইজি



আরসিবির হয়েই বিগত চার মরশুম ধরে খেলছেন অজ়ি তারকা
ABP Ananda

আরসিবির হয়েই বিগত চার মরশুম ধরে খেলছেন অজ়ি তারকা



২০২১ সালে ৫১৩, ২০২২ সালে ৩০১ ও ২০২৩ সালে আরসিবির জার্সিতে ৪০০ রান করেছেন তিনি
ABP Ananda

২০২১ সালে ৫১৩, ২০২২ সালে ৩০১ ও ২০২৩ সালে আরসিবির জার্সিতে ৪০০ রান করেছেন তিনি



ABP Ananda

তবে গত মরশুমটা একেবারে ভাল কাটেনি 'বিগ শো'-র



ABP Ananda

১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন তিনি



ABP Ananda

খবর অনুযায়ী পরের মরশুমে আর আরসিবি জার্সিতে হয়তো দেখা যাবে না তাঁকে



ABP Ananda

পরের বারের আইপিএলের আগে মেগা নিলামের আয়োজন করা হবে



ABP Ananda

ম্যাক্সওয়েল সোশ্যাল মাধ্য়মে আরসিবিকে আনফলো করেছেন



এর জেরেই তাঁর দল ছাড়ার জল্পনা বাড়ছে