গতবারের চ্যাম্পিয়ন দল ইতিমধ্যেই মেন্টর ও সহকারী-কোচকে হারিয়েছে



তবে মেগা নিলামের আগে দলের অধিনায়ককে ধরে রাখতে বদ্ধপরিকর হবে কেকেআর



আইয়ার দলের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা



তাঁকে রিটেন করার সম্ভাবনা তাই প্রবল



গত বারের আইপিএলটা ব্য়ক্তিগতভাবে রিঙ্কুর জন্য খুব ভাল কাটেনি



তবে তাঁর মতে ফিনিশার পাওয়াও দুর্লভ



নিলামে ঠেলে দেওয়ার ঝুঁকি নয়, রিঙ্কুকে সম্ভবত রিটেনই করবে নাইট শিবির



কেকেআর বিগত সবরয়টি মেগা নিলামেই নারিন এবং রাসেলকে রিটেন করেছে



তবে দুই তারকার মধ্য়ে হয়তো একজনকে এবার ছেড়ে দিতে হতে পারে



সেক্ষেত্রে হয়তো গত মরশুমের সেরা ক্রিকেটার নারিনকেই ধরে রাখতে পারে কেকেআর