আইপিএল ২০২৫-এ হার্দিকের দলবদলের জল্পনা প্রবল গত আইপিএল মরশুমটা হার্দিক পাণ্ড্যর জন্য একেবারেই ভাল কাটেনি জল্পনা অনুযায়ী পরবর্তী মরশুমে মেগা নিলামের আগে হার্দিক পাণ্ড্যকে মুম্বই ইন্ডিয়ান্স রিটেন না ও করতে পারে গত মরশুমে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিকের হাতে নেতৃত্বের দায়ভার তুলে দেয় মুম্বই ইন্ডিয়ান্স তবে পল্টনরা লিগ তালিকায় সবার নীচে শেষ করে ব্যাটে বলে খেলোয়াড় হার্দিকের পারফরম্যান্সও প্রবল সমালোচনার সম্মুখীন হয় সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করার পরই হার্দিকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুলের দল ছাড়ার জল্পনা প্রবল রাহুলের বদলে অধিনায়ক হিসাবে হার্দিকের জন্য ঝাঁপাতেই পারে নবাবদের শহরের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস দলে অলরাউন্ডার হিসাবে হার্দিকের অপরিহার্য হয়ে উঠতে পারেন পাঞ্জাব কিংসের মিডল অর্ডারেও কিন্তু হার্দিকের মতো অভিজ্ঞ তারকার প্রয়োজন রয়েছে