ঋদ্ধিমান সাহার আইপিএল কেরিয়ার কি শেষ?
গুজরাত টাইটান্সের হয়ে ২ বছর আগে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন ঋদ্ধিমান
অক্টোবর মাসে ঋদ্ধিমান সাহার জন্মদিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা জানিয়েছিল গুজরাত
তবে শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটারকে রিটেন করেনি গুজরাত টাইটান্স
বাংলার ক্রিকেটপ্রেমীরা আশা ছিলেন, নিলামে নিশ্চয়ই ঋদ্ধিমানকে নিয়ে জোরাল দরাদরি হবে দশ দলের
নিলামে উঠছেন যাঁরা, শুক্রবার তাঁদের একটি তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড
৫৭৪ জনের তালিকায় নাম নেই ঋদ্ধিমানের
৪০ বছরের ক্রিকেটারকে হয়তো আর আইপিএলে দেখা যাবে না
বাংলা থেকে যে ১৩ ক্রিকেটারের নিলামে ওঠার কথা, সেখানে নেই ঋদ্ধি
ঋদ্ধি কদিন আগেই জানিয়েছেন যে, এবারের রঞ্জি ট্রফি খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন
আইপিএল নিলামে বাংলার এই পাঁচ ক্রিকেটারকে নিয়ে দর কষাকষি হতে পারে
কেউ জতীয় দলের সদস্য, কেউ দিয়েছেন নেতৃত্ব, তবে আইপিএল মেগা নিলামে অবিক্রিতই থাকতে পারেন এঁরা
দুই কামরার বাড়ি থেকে ৩.৫ কোটির ভিলা! রিঙ্কুর স্বপ্নের সফর অব্যাহত
আইপিএল ২০২৫-এ ইডেন নয়, নতুন মাঠে নিজেদের হোম ম্যাচ খেলবে কেকেআর!