ভারতীয় দলের কিংবদন্তি অধিনায়ক পড়াশোনায় কেমন ছিলেন?

Published by: ABP Ananda

ভারতীয় দলের সফলতম অধিনায়ক কে? অনেকেই সর্বপ্রথম যে নামটি নেবেন, সেটি হল মহেন্দ্র সিংহ ধোনি।

তাঁর সময় যা যা আইসিসি ট্রফি জেতা সম্ভব, সবকয়টিই জিতেছিলেন মাহি।

টিকিট কালেক্টার থেকে ধোনির ট্রফি কালেক্টার হওয়ার সফরটা অনেকেই জানেন।

তবে ধোনি পড়াশোনায় কেমন ছিলেন?

ধোনি ১২ ক্লাসের পর আর পড়াশোনা করেননি।

তিনি নিজেই জানিয়েছিলেন ক্লাস ১০-এ তিনি ৬৬ শতাংশ নম্বর পেয়েছিলেন।

ক্লাস ১২-এ ধোনির প্রাপ্ত নম্বর ছিল ৫৬ শতাংশ।

ছোটদের স্কুলে সব ধরনের খেলা খেলা উচিত বলে মত ধোনির।

তবে তরুণদের খেলাধুলো ও পড়াশোনার মাঝে একটা সামঞ্জস্য রাখারও পরামর্শ দেন তিনি।