এখনও পর্যন্ত আইপিএলে একটি দলের হয়েই খেলেছেন রিঙ্কু সিংহ
ABP Ananda

এখনও পর্যন্ত আইপিএলে একটি দলের হয়েই খেলেছেন রিঙ্কু সিংহ



২০১৭ সালে পাঞ্জাব কিংস তাঁকে প্রথমবার আইপিএলে কিনলেও, প্রীতি জিন্টার দলের হয়ে এক ম্যাচও খেলেননি রিঙ্কু
ABP Ananda

২০১৭ সালে পাঞ্জাব কিংস তাঁকে প্রথমবার আইপিএলে কিনলেও, প্রীতি জিন্টার দলের হয়ে এক ম্যাচও খেলেননি রিঙ্কু



২০১৮ সালে কেকেআর তাঁকে ৮০ লক্ষ টাকায় দলে নেয় এবং তারপর থেকে নাইট দলের সদস্য তিনি
ABP Ananda

২০১৮ সালে কেকেআর তাঁকে ৮০ লক্ষ টাকায় দলে নেয় এবং তারপর থেকে নাইট দলের সদস্য তিনি



কেকেআরের হয়ে ৪৬ ম্যাচে ৮৯৩ রানও করেছেন রিঙ্কু
ABP Ananda

কেকেআরের হয়ে ৪৬ ম্যাচে ৮৯৩ রানও করেছেন রিঙ্কু



ABP Ananda

তবে আইপিএল ২০২৫ সালের আগে মেগা নিলাম রয়েছে, সেখানে কেকেআর তাঁকে রিটেন না করলে কী হবে?



ABP Ananda

সম্প্রতি রিঙ্কু এক সাক্ষাৎকারে আরসিবির হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন



ABP Ananda

বিরাট কোহলির পাশে খেলবেন বলেই আরসিবির হয়ে খেলার ইচ্ছা তাঁর



ABP Ananda

আরসিবির পাশাপাশি রিঙ্কুর রাজ্যের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসও তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে



ABP Ananda

গুজরাত টাইটান্সও সেই রিঙ্কুকে নেওয়ার দৌড়ে সামিল হতে পারে



বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটারদের প্রতি গুজরাতের ভালবাসা কিন্তু নতুন কিছু নয়