মেগা নিলামে বাড়তি বিকল্প, দলের পরিকল্পনায় দাম কমতে পারে একাধিক তারকার
abp live

মেগা নিলামে বাড়তি বিকল্প, দলের পরিকল্পনায় দাম কমতে পারে একাধিক তারকার

Published by: ABP Ananda
আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সর্বোচ্চ ২৪.৭৫ কোটিতে গত মরশুমে কেকেআর মিচেল স্টার্ককে দলে নিয়েছিল
abp live

আইপিএলের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সর্বোচ্চ ২৪.৭৫ কোটিতে গত মরশুমে কেকেআর মিচেল স্টার্ককে দলে নিয়েছিল

স্টার্কের অবশ্য চোট আঘাত সমস্যা রয়েছে, কেকেআর নিলেও এত দামে তাঁকে দলে নেওয়ার ঝুঁকি অন্যরা নেবেন কি না সন্দেহ
abp live

স্টার্কের অবশ্য চোট আঘাত সমস্যা রয়েছে, কেকেআর নিলেও এত দামে তাঁকে দলে নেওয়ার ঝুঁকি অন্যরা নেবেন কি না সন্দেহ

উপরন্তু, মেগা নিলামে আরও বেশ কিছু শীর্ষস্তরের বোলিং বিকল্প থাকায় তাঁর দাম খানিক কমারই সম্ভাবনা
abp live

উপরন্তু, মেগা নিলামে আরও বেশ কিছু শীর্ষস্তরের বোলিং বিকল্প থাকায় তাঁর দাম খানিক কমারই সম্ভাবনা

abp live

শ্রেয়সের নেতৃত্বেই গত মরশুমে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল

abp live

তাঁকে ১২.২৫ কোটিতে দলে নিয়েছিল নাইট শিবির, তিনি চ্যাম্পিয়ন করে তার প্রতিদানও দেন

abp live

তবে নিলামে শ্রেয়সের পাশাপাশি অনেক বড় নামের উপস্থিতি, তাঁর দর কমাতে পারে

abp live

আইপিএলের শেষ নিলামে ইশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকার বিরাট দামে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স

abp live

তবে তিনি আর জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না, গত আইপিএলে আহামরি পারফর্ম করেননি

abp live

তাঁর জেরেই ইশানের দাম আসন্ন মেগা নিলামে বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে