সঞ্জু স্যামসনকে দলে নিতে কাউকে ছাড়বে চেন্নাই সুপার কিংস?

Published by: ABP Ananda

দীর্ঘদিন ধরেই সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়ার জল্পনা শোনা যাচ্ছে।

স্যামসন ইতিমধ্যেই ম্যানেজমেন্টকে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছেন বলে খবর।

খবর অনুযায়ী স্যামসনের ট্রেডের জন্য রাজস্থান একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে।

রয়্যালস কর্ণধার মনোজ বাদালে নিজে নাকি স্যামসনের ট্রেডের বিষয়টা দেখছেন এবং তিনি বিভিন্ন দলের থেকে ট্রেডিংয়ে নির্দিষ্ট খেলোয়াড় চেয়েছেন।

সিএসকেতে স্যামসনের যোগ দেওয়ার সবথেকে বেশি কানাঘুষো শোনা যাচ্ছিল তবে তা বর্তমানে কার্যত অসম্ভবই মনে হচ্ছে।

Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসনের পরিবর্তে সিএসকের তরফে রবীন্দ্র জাডেজা বা রুতুরাজ গায়কোয়াড় বা শিবম দুবেকে চাইছে রয়্যালসরা।

তবে সিএসকে এই তারকা ত্রয়ী কেন, কোনও ক্রিকেটারকে ছাড়তে নারাজ।

শেষমেশ রয়্যালস কর্তৃপক্ষ ট্রেডিংয়ের জন্য কোনও চুক্তি উপযুক্ত মনে না করলে স্যামসন আবারও রাজস্থানের হয়েই খেলতে পারেন।

স্যামসন এক্ষেত্রে অনুরোধ ছাড়া সরকারিভাবে আর কোনওকিছুই কিন্তু করতে পারেন না।