স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়ার জল্পনা প্রবল

Published by: ABP Ananda

আইপিএল শুরু হতে দেরি হলেও, এখন থেকেই সঞ্জু স্যামসনের দলবদলের খবর শিরোনাম কেড়েছে।

রিপোর্ট অনুযায়ী স্যামসন ও রয়্যালস ম্যানেজমেন্টের সম্পর্ক নাকি একেবারে তলানিতে ঠেকেছে।

এর নেপথ্যে নাকি রয়েছে বৈভব সূর্যবংশী।

গত বছর স্যামসনের অনুপস্থিতিতে বৈভবকে ওপেনিংয়ের সুযোগ দেওয়া হয়।

বিধ্বংসী ব্যাটিং করে সকলে প্রভাবিত করে বৈভব। সঙ্গে সঙ্গে যশস্বীর সঙ্গে ওপেনিং স্পটও নিশ্চিত করে ফেলে।

এর জেরেই স্যামসনকে নিজের পছন্দের ওপেনিং স্পট ছেড়ে পরের দিকে ব্যাটিংয়ে নামতে হয়।

জাতীয় দলের হয়েও কিন্তু স্যামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংই করেন।

এই ব্যাটিং পজিশন বদল নিয়ে স্যামসন অত্যন্ত ক্ষুব্ধ এবং সেই ঝামেলায় যত গড়িয়েছে, আরও বেড়েছে।

যদিও এটাই তাঁর সঙ্গে রয়্যালসের দূরত্ব তৈরি হওয়ার একমাত্র কারণ নয় বলেও দাবি করা হচ্ছে। কিন্তু এটাই মূল কারণও বলে খবর।