ক্রিকেট ও বিনোদনের মিলমিশটাই আইপিএলের জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করে হয়।



আইপিএলে শাহরুখ, প্রীতি জিন্টাদের দল রয়েছে।



সেই তালিকায় কিন্তু সলমন খানের নামও যুক্ত হতে পারত।



অবিশ্বাস্য মনে হলেও সলমন নিজেই কিন্তু এমনটা জানিয়েছেন।



সলমনকে সম্প্রতি এক ইভেন্টে ভবিষ্যতে আইপিএলের দল কেনার পরিকল্পনা আছে কি না, জিজ্ঞেস করা হয়।



তিনি এখন দল কেনার জন্য অনেকটাই বয়স্ক হয়ে গিয়েছেন বলে জানান সলমন।



তবে তিনি নিজেই জানান তাঁকে ২০০৮ সালে দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল।



ঠিক কী কারণে দল কেননি সলমন?



সেটা স্পষ্টভাবে অবশ্য জানাননি বলিউডের 'ভাইজান'।



তাঁর জবাব, 'এমনটা নয় যে দল না কেনার জন্য আমার খুব আফশোস হচ্ছে। আমি তো বেশ হাসিখুশিতেই রয়েছি।'