আইপিএলের সবথেকে বড় নাম, যার রিলিজ় হওয়া কার্যত নিশ্চিত বলেই অনেকে মনে করছেন, তিনি রোহিত শর্মা।

গত মরশুমে হার্দিক পাণ্ড্যকে পল্টনরা অধিনায়ক করার পরেই দলের অন্দের বিভেদের খবর সামনে এসেছিল। সম্ভবত ফ্রাঞ্চাইজির সিদ্ধান্তে অসন্তুষ্ট রোহিত নতুন দলের খোঁজে নিলামে উঠবেন।

লখনউ সুপার জায়ান্টসের গত মরশুমের অধিনায়ক কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কার মাঠের অন্দরেই বিবাদ নজর কেড়েছিল।

রাহুল ও গোয়ঙ্কা কিছুদিন আগে সাক্ষাত করলেও, তাঁদের সম্পর্কের বরফ গলেছে কি না, সেই নিয়ে সন্দেহ রয়েছে। রাহুলের কিন্তু আরসিবিতে প্রত্যাবর্তন ঘটানো নিয়ে জোর জল্পনা চলছে।

রাহুলের আরসিবি অধিনায়ক হওয়ার অর্থ ফাফ ডু প্লেসির নেতৃত্ব যাওয়া।

তাই রাহুলের আরসিবিতে যোগ দেওয়ার জল্পনা যেমন চলছে, তেমনই পাশাপাশি ডু প্লেসির আরসিবি ছাড়ার কানাঘুষোও শোনা যাচ্ছে।

মাত্র বছর তিনেক আগেই মেগা নিলামে শুভমন গিলকে ছেড়ে দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।

বিগত কয়েক মরশুমে বেঙ্কটেশ ভাল পারফর্ম করেছেন বটে। তবে বেশ কয়েকজন তারকাকে ধরে রাখতে গিয়ে বাধ্য হয়েই হয়তো তারকা অলরাউন্ডারকে ছেড়ে দিতে হবে কেকেআরকে।

বিশ্বের যে কোনও দল, যে কোনও ফর্ম্যাটে কাগিসো রাবাডাকে চাইবে। কিন্তু পাঞ্জাব কিংস হয়তো তারকা ফাস্ট বোলারকে ছেড়ে দেবে।

পাঞ্জাবের দলে একাধিক তারকা থাকলেও, বিগত কয়েক মরশুমে দল আশানুরূপ পারফর্ম করতে পারেনি। নতুন কোচ পন্টিংয়ের তত্ত্বাবধানে নতুন শুরু করতে আগ্রহী পাঞ্জাব। সেই কারণেই হয়তো রাবাডাকে রিলিজ় করা হতে পারে।