আইপিএলে মিচেল স্টার্কের সর্বোচ্চ দরের রেকর্ড ভেঙে চুরমার করতে পারেন এই তারকারা আইপিএলে গত বারের নিলামে দুই অজ়ি ক্রিকেটার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন সর্বকালের সর্বোচ্চ, ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর যদিও সেই রেকর্ড কিন্তু আসন্ন মেগা নিলামে ভেঙে যেতেই পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজি বদলের জোর জল্পনা শোনা যাচ্ছে শোনা তো যাচ্ছে লখনউয়ের মতো ফ্র্যাঞ্চাইজি নাকি রোহিতকে দলে নেওয়ার জন্য ৫০ কোটি পর্যন্ত বরাদ্দ করে রেখেছে রোহিতের মতোই ঋষভ পন্থও ১৬ কোটি টাকার চুক্তিতে গত মরশুমে খেলেছিলেন শোনা যাচ্ছে পরপর ব্যর্থতার পরে দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়কের সন্ধানে ছাড়তে পারে পন্থকে অল্প বয়স, অভিজ্ঞতা এবং অধিনায়কত্বের মেলবন্ধন কিন্তু পন্থকে 'হট প্রপার্টি' করে তুলেছে প্রাথমিকভাবে ফিল সল্টকে কোনও দল না নিলেও, কেকেআরে রয়ের বদলি হিসাবে সুযোগ পান তিনি ১৮২-র অধিক স্ট্রাইক রেটে ৪৩৫ রান করা সল্টকে নিয়ে দর কষাকষিত হতে পারে, তা বলাই বাহুল্য