আইপিএলে মিচেল স্টার্কের সর্বোচ্চ দরের রেকর্ড ভেঙে চুরমার করতে পারেন এই তারকারা
abp live

আইপিএলে মিচেল স্টার্কের সর্বোচ্চ দরের রেকর্ড ভেঙে চুরমার করতে পারেন এই তারকারা

Published by: ABP Ananda
আইপিএলে গত বারের নিলামে দুই অজ়ি ক্রিকেটার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন
abp live

আইপিএলে গত বারের নিলামে দুই অজ়ি ক্রিকেটার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিলেন

সর্বকালের সর্বোচ্চ, ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর
abp live

সর্বকালের সর্বোচ্চ, ২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর

যদিও সেই রেকর্ড কিন্তু আসন্ন মেগা নিলামে ভেঙে যেতেই পারে
abp live

যদিও সেই রেকর্ড কিন্তু আসন্ন মেগা নিলামে ভেঙে যেতেই পারে

abp live

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজি বদলের জোর জল্পনা শোনা যাচ্ছে

abp live

শোনা তো যাচ্ছে লখনউয়ের মতো ফ্র্যাঞ্চাইজি নাকি রোহিতকে দলে নেওয়ার জন্য ৫০ কোটি পর্যন্ত বরাদ্দ করে রেখেছে

abp live

রোহিতের মতোই ঋষভ পন্থও ১৬ কোটি টাকার চুক্তিতে গত মরশুমে খেলেছিলেন

abp live

শোনা যাচ্ছে পরপর ব্যর্থতার পরে দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়কের সন্ধানে ছাড়তে পারে পন্থকে

abp live

অল্প বয়স, অভিজ্ঞতা এবং অধিনায়কত্বের মেলবন্ধন কিন্তু পন্থকে 'হট প্রপার্টি' করে তুলেছে

abp live

প্রাথমিকভাবে ফিল সল্টকে কোনও দল না নিলেও, কেকেআরে রয়ের বদলি হিসাবে সুযোগ পান তিনি

abp live

১৮২-র অধিক স্ট্রাইক রেটে ৪৩৫ রান করা সল্টকে নিয়ে দর কষাকষিত হতে পারে, তা বলাই বাহুল্য