কেকেআরে ফিরে দলের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫ সালে কেকেআরের অধিনায়ক হতে চলেছেন সূর্যকুমার যাদব? সূর্যকে কেকেআরের তরফে বেসরকারিভাবে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি হার্দিক পাণ্ড্য মূম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার সিদ্ধান্ত সূর্যের পছন্দ হয়নি বলে শোনা যায় হার্দিকের বদলে সূর্যকেই আবার সদ্য ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে তাই আসন্ন মরশুমে তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন বলে খবর সূর্যকুমার অতীতেও কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন নাইট ম্যানেজমেন্ট যে সূর্যকুমারকে বেশ পছন্দই করে, সে বিষয়ে কোনও দ্বিমত নেই তবে কেকেআরে সূর্যর যোগ দেওয়া নির্ভর করবে মুম্বই ইন্ডিয়ান্স আদৌ তাঁকে ছাড়ে কি না তার ওপর আইপিএল জয়ের পরের মরশুমেই নাইটদের অধিনায়কত্ব শ্রেয়স আইয়ারকে সরানো হবে কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে