আইপিএল চুক্তির সুবাদে কোটি কোটি টাকা ঢুকেছে এই তারকাদের পকেটে
abp live

আইপিএল চুক্তির সুবাদে কোটি কোটি টাকা ঢুকেছে এই তারকাদের পকেটে

Published by: ABP Ananda
কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীর আইপিএলের সফলতম অধিনায়কদের অন্যতম। তিনি মোট ৯৪.৬২ টাকা আয় করেছেন আইপিএল।
abp live

কেকেআরের প্রাক্তন অধিনায়ক তথা মেন্টর গৌতম গম্ভীর আইপিএলের সফলতম অধিনায়কদের অন্যতম। তিনি মোট ৯৪.৬২ টাকা আয় করেছেন আইপিএল।

গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএল থেকে অর্জিত অর্থের পরিমাণ ৯৬.৪২ কোটি টাকা
abp live

গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএল থেকে অর্জিত অর্থের পরিমাণ ৯৬.৪২ কোটি টাকা

সদ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধবন আর আইপিএলে খেলবেন কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে ইতিমধ্যেই ১০০.০৫ কোটি টাকা আয় করে ফেলেছেন শিখর।
abp live

সদ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধবন আর আইপিএলে খেলবেন কি না, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তবে ইতিমধ্যেই ১০০.০৫ কোটি টাকা আয় করে ফেলেছেন শিখর।

abp live

'মিস্টার ৩৬০ ডিগ্রি' হিসাবে পরিচিত, আরসিবির 'হল অফ ফেমার' এবি ডিভিলিয়ার্স ১০২ কোটি টাকা আয় করেছেন।

abp live

'মিস্টার আইপিএল' সুরেশ রায়নার আইপিএল থেকে মোট আয়ের পরিমাণ ১১০.৭৪ কোটি টাকা।

abp live

কেকেআরের মহাতারকা, একাধিকবারের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তথা আইপিএল চ্যাম্পিয়ন সুনীল নারাইন মোট ১১৩.২৪ কোটি আয় করেছেন।

abp live

সিএসকে তারকা রবীন্দ্র জাডেজা তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। তারকা অলরাউন্ডারের মোট আয়ের পরিমাণ ১২৫.০১ কোটি।

abp live

বিরাট কোহলি আইপিএলের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি মোট ১৮৮.২ কোটি টাকা উপার্জন করেছেন তাঁর আইপিএলের চুক্তি থেকে।

abp live

কোহলির থেকে মহেন্দ্র সিংহ ধোনির আয়ের পরিমাণ সামান্যই বেশি। পাঁচবার আইপিএলজয়ী অধিনায়ক মোট ১৮৮.৮ কোটি টাকা আয় করেছেন।

abp live

ধোনির সঙ্গে যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়কের নাম রোহিত শর্মা। রোহিতের মোট আয়ের পরিমাণ ১৯৪.৬ কোটি টাকা।