আর অশ্বিনের বাছাই করা সেরা আইপিএল একাদশের নেতৃত্বে মহেন্দ্র সিংহ ধোনি



যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন দলে



আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলির না থাকাটাই বরং অস্বাভাবিক



প্রাক্তন সতীর্থ তথা 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাকেও রেখেছেন তিনি



ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছেন অশ্বিনের দলে



মতান্তরে আইপিএলের সর্বকালের সর্বসেরা বিদেশি এবি ডিভিলিয়ার্সকে মিডল অর্ডারে রেখেছেন অশ্বিন



আইপিএলে একাধিকবার সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া ও খেতাবজয়ী সুনীল নারাইন অশ্বিনের দলের দ্বিতীয় বিদেশি



দলের অন্যতম স্পিনার হিসাবে রয়েছেন আফগান তারকা তথা গত দশকের সেরা টি-২০ ক্রিকেটার রশিদ খান



আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার হিসাবে সুযোগ পেয়েছেন



এরপর বাকি দুই স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান এবং অতীতের দুই মহাতারকা রয়েছেন



একজন যশপ্রীত বুমরা এবং অপরজন একদা আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক লাসিথ মালিঙ্গা