আর অশ্বিনের বাছাই করা সেরা আইপিএল একাদশের নেতৃত্বে মহেন্দ্র সিংহ ধোনি
ABP Ananda

আর অশ্বিনের বাছাই করা সেরা আইপিএল একাদশের নেতৃত্বে মহেন্দ্র সিংহ ধোনি



যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন দলে
ABP Ananda

যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন দলে



আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলির না থাকাটাই বরং অস্বাভাবিক
ABP Ananda

আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলির না থাকাটাই বরং অস্বাভাবিক



প্রাক্তন সতীর্থ তথা 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাকেও রেখেছেন তিনি
ABP Ananda

প্রাক্তন সতীর্থ তথা 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাকেও রেখেছেন তিনি



ABP Ananda

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সুযোগ পেয়েছেন অশ্বিনের দলে



ABP Ananda

মতান্তরে আইপিএলের সর্বকালের সর্বসেরা বিদেশি এবি ডিভিলিয়ার্সকে মিডল অর্ডারে রেখেছেন অশ্বিন



ABP Ananda

আইপিএলে একাধিকবার সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া ও খেতাবজয়ী সুনীল নারাইন অশ্বিনের দলের দ্বিতীয় বিদেশি



ABP Ananda

দলের অন্যতম স্পিনার হিসাবে রয়েছেন আফগান তারকা তথা গত দশকের সেরা টি-২০ ক্রিকেটার রশিদ খান



ABP Ananda

আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ভুবনেশ্বর কুমার ফাস্ট বোলার হিসাবে সুযোগ পেয়েছেন



এরপর বাকি দুই স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান এবং অতীতের দুই মহাতারকা রয়েছেন



একজন যশপ্রীত বুমরা এবং অপরজন একদা আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক লাসিথ মালিঙ্গা