মহেন্দ্র সিংহ ধোনিও মেজাজ হারান!

Published by: ABP Ananda

তাঁকে সকলেই ঠান্ডা মাথার ব্যক্তি হিসাবেই চেনেন।

এমনকী দিনকয়েক আগেই 'ক্যাপ্টেন কুল' উপাধিটি তিনি ট্রেডমার্কও করিয়েছেন।

তিনি ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

সেই ধোনিই নাকি মেজাজ হারিয়ে তাঁকে বকাবকি করেছিলেন।

অতীতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে এমনই এক ঘটনার স্মৃতিচারণ করেন সিএসকে প্রাক্তনী মোহিত শর্মা।

মোহিতের দাবি ধোনির এক ঈশারা তাঁর বুঝতে ভুল হয়। তার জেরেই মেজাজ হারান মাহি।

'মাহি ভাই ঈশ্বর পাণ্ডেকে বলে ডেকেছিলেন। তবে আমি ভুল করে ভাবি ওঁ আমায় ডেকেছে।' জানান মোহিত

মোহিত জানান তিনি বোলিং রান আপ শুরু করে দেওয়ায় আম্পায়ার আর বোলার বদলের সুযোগ দেননি।

এরপরেই তাঁর দাবি, 'ওঁ নিজের মেজাজ হারিয়ে আমায় গালিগালাজ করেন।'