হালেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর পূর্ণ করলেও, ইতিমধ্যেই দু'ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট।



তিনি কেবল ওয়ান ডেতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন। সেই নিয়ে হালে না না জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে।



স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে তাঁর আইপিএল ভবিষ্যত নিয়েও জল্পনা শুরু হয়েছে।



এই বছরেই কোহলির অধরা স্বপ্ন পূরণ হয়েছে। ১৮তম মরশুমে আইপিএল জিতেছেন।



আর কতদিন তাঁকে আইপিএল খেলতে দেখা যাবে? এই বিষয়ে মুখ খুললেন স্বস্তিক চিকারা।



চিকারার সঙ্গে আইপিএল চলাকালীনই কোহলির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।



সেই স্বস্তিকই জানান কোহলি যতদিন সম্পূর্ণ ফিট থাকবেন ততদিনই আইপিএল খেলবেন।



তিনি জানান, 'ভাইয়া বলেছিলেন ওঁ ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে খেলবেন না। ওঁ ২০ ওভার ব্যাট ও ফিল্ডি করবেন। না হলে ক্রিকেটই ছেড়ে দেবেন।'



রোহিত এ বছর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে অনেক ম্যাচ খেলেছেন।



কোহলির এই মন্তব্য রোহিতের অনুরাগীদের কিন্তু ক্ষুব্ধ করতে পারে।