পরিস্থিতির জেরে মেজাজ হারান মহেন্দ্র সিংহ ধোনিও!

Published by: ABP Ananda

ডাকনাম তাঁর 'ক্যাপ্টেন কুল'। কোনও পরিস্থিতিতেই তিনি বিচলিত হন না। আবেগ সবসময়ই থাকে নিয়ন্ত্রণে।

মহেন্দ্র সিংহ ধোনি ঠিক এইভাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত। তবে সত্যিই কি তাই? ধোনি কি কখনই মেজাজ হারান না?

ধোনির দীর্ঘদিনের সতীর্থ তথা বন্ধু সুরেশ রায়না কিন্তু অন্য কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল যে ধোনি রাগলেও, সেটা থাকে ক্যামেরার আড়ালেই।

এবার মাহির আরেক প্রাক্তন সতীর্থ হরভজন সিংহও এমনই এক তথ্য দিলেন। তিনি জানান ক্ষুব্ধ ধোনি নাকি রাগে স্ক্রিনে ঘুষি মারেন।

ঘটনাটি এ বারের আইপিএলের। সিএসকেকে হারিয়ে আরসিবি প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে।

আরসিবি খেলোয়াড়রা উচ্ছ্বাসে ভাসছিলেন। আনন্দের চোটে হাত মেলানোর কথা প্রাথমিকভাবে তাঁদের মাথাতেই ছিল না।

ধোনি হাত মেলানোর জন্য প্রাথমিকভাবে সবার সামনে থাকলেও তিনি কিছুক্ষণ পরে সাজঘরের দিকে ফিরে যান। তখনই নাকি ধোনি এক স্ক্রিনে ঘুষি মারেন।

সেই ম্যাচে ধারাভাষ্য দেওয়া হরভজন জানান, 'আরসিবি খেলোয়াড়রা যতক্ষণে হুল্লোড় শেষ করেন, ততক্ষণে ধোনি সাজঘরে ফিরে গিয়েছেন। সাজঘরে ঢোকার আগে যে স্ক্রিনটা থাকে ওটা ও ঘুষি মারে।'

ঘটনাটি সম্পূর্ণ স্বাভাবিক বলেই দাবি করেন হরভজন। তবে এই ঘটনা প্রমাণ করে পরিস্থিতির চাপে সেরারাও অনেক সময় মেজাজ হারান।