দলের ভরসা, এই তারকাদের কোনওদিন হাতছাড়া করেনি তাঁদের IPL ফ্র্যাঞ্চাইজিগুলি

Published by: ABP Ananda

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী বিরাট কোহলিকে দিল্লি দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করায় আরসিবি তাঁকে দলে নেয়।

দেড় দশকেরও বেশি সময় ধরে আরসিবিতেই খেলছেন তিনি সেখানেই খেলা চালিয়ে যেতে চান কোহলি।

২০১২ সালে কেকেআর ওয়েস্ট ইন্ডিজ়ের বিস্ময় স্পিনার সুনীল নারিনকে নিলামে দলে নেয়।

পরবর্তী ১২ বছরে তিনবার আইপিএল জেতার পাশাপাশি তিনবার টুর্নামেন্ট সেরা নারিনকে কখনই হাতছাড়া করেনি নাইট শিবির।

সচিন তেন্ডুলকর প্রথম আইপিএল মরশুমে আইকন হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন।

২০০৮ থেকে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেই অবসর নেন সচিন। আপাতত তিনি মেন্টর হিসাবে পল্টনদের সঙ্গে যুক্ত।

২০১৬ সালে ১৯ বছর বয়সি এক তরুণ ঋষভ পন্থকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

দুই মেগা নিলামে পন্থকে রিটেন করেছে দিল্লি, তৃতীয়টাতেও রিটেন করার সম্ভাবনা প্রবল। তিনি এখন দলের অধিনায়কও বটে।

তালিকায় সবার শেষে যাঁর নাম রয়েছে, তিনি মহেন্দ্র সিংহ ধোনি। যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক।

ধোনি দুই মরশুমে পুণের সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন বটে, তবে মনে রাখতে হবে সেই দুই বছর সিএসকে নির্বাসিত ছিল। ধোনিকে কিন্তু তাঁরা কোনওদিন ছাড়েনি