রাজনীতিবিদ হওয়ার আগে শুধু পেশাদার ক্রিকেট খেলা নয়, আইপিএলেরও অঙ্গ ছিলেন তেজস্বী

Published by: ABP Ananda
Image Source: X

তেজস্বী যাদব আজ একজন বড় রাজনৈতিক নেতা, তবে তাঁর শুরুটা হয়েছিল ক্রিকেট দিয়ে।

Image Source: X

যদিও তাঁর ক্রিকেট জীবন প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি, তবুও তিনি সেই যাত্রাপথে অনেক চড়াই উতরাই দেখেছেন।

Image Source: X

তেজস্বী দিল্লির অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৯ দলগুলিতে খেলেছেন।

Image Source: X

পরবর্তীতে তিনি রাজ্য-স্তরে ঝাড়খণ্ড ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন।

Image Source: X

তারপর কিন্তু তাঁকে এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিও দলে নিয়েছিল।

Image Source: X

আইপিএল-এ তেজস্বীর নাম দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) দলের সঙ্গে যুক্ত ছিল।

Image Source: X

তেজস্বী ২০০৮ থেকে ২০১২, মোট চার বছর রাজধানীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন।

Image Source: X

অবশ্য় কোনও আইপিএল ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

Image Source: X

আইপিএলে প্রথম দুই মরশুমে তাঁর প্রাইস ছিল প্রায় ৮ লাখ টাকা।

Image Source: X