হোয়াটসঅ্যাপ হ'ল বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত মেসেজিং অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি

এর আগে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ করার হলে তা গুগল ড্রাইভেই করতে হত

কিন্তু এবার সেখানেও থাকছে স্টোরেজ সমস্যা চ্যাট ব্যাকআপ করতে চাইলে খসাতে হবে টাকা

আইফোনের ক্ষেত্রে আইক্লাউড, আর অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ এর স্টোরেজ কিনতে হবে এবার

গুগলে ১৫ জিবি পর্যন্ত বিনামূল্যে পাওয়া যায় বটে কিন্তু সেটাও ফটো-ভিডিও-মেইল সব নিয়ে

এরপর যদি হোয়াটসঅ্যাপ চ্যাটও সেখানে রাখতে হয় তবে জায়গা কম পড়বেই

ভারতে কত টাকায় পাওয়া যাবে অতিরিক্ত স্টোরেজ তা এখনও জানা যায়নি