কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'শেরশাহ' তৈরি হয় ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন নিয়ে। 'অরম্যাক্স মিডিয়া'র তালিকায় শীর্ষ স্থান পায় এটি। সুশান্ত সিংহ রাজপুতের শেষ মুক্তি প্রাপ্ত ছবি 'দিল বেচারা' মুক্তি পায় ওটিটিতে। সবচেয়ে পছন্দ হওয়া ছবির তালিকায় স্থান পায় দ্বিতীয়তে। 'অরম্যাক্স মিডিয়া'র তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভিকি কৌশলের 'সর্দার উধম'। এই পছন্দের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সিদ্ধার্থ মলহোত্র ও রশ্মিকা মান্দান্না অভিনীত 'মিশন মজনু'। মনোজ বাজপেয়ীর কোর্টরুম ড্রামা 'সির্ফ এক বন্দা কাফি হ্যায়' এই তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ইয়ামি গৌতম অভিনীত 'এ থার্সডে' রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। শ্রেয়স তলপড়ে অভিনীত স্পোর্টস বায়োপিক 'কৌন প্রবীণ তাম্বে' ছবি রয়েছে সপ্তম স্থানে। কৃতী শ্যানন অভিনীত 'মিমি' পেয়েছে অষ্টম স্থান। থ্রিলার ঘরানার 'ফরেন্সিক' রয়েছে নবম স্থানে। মাল্টিস্টারার বিখ্যাত ছবি 'লুডো' পেয়েছে দশম স্থান।