সোশ্যাল মিডিয়ায় ফ্লোরাল প্রিন্ট পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ঋতাভরী চক্রবর্তীী। খোলা চুলে এলোমেলো সৌন্দর্য্য, ঋতাভরীর সাজ যেন ফুলের মতোই স্নিগ্ধ। ঋতাভরীর কানের দুলেও ছিল ফুলের নকশা। ন্যুড মেক আপে ঋতাভরী অপরূপা। কিছুদিন আগেই নতুন ছবি 'ফাটাফাটি'-র শ্যুটিং শেষ করেছেন ঋতাভরী। সদ্য বন্ধুদের জন্য পার্টির আয়োজন করেন ঋতাভরী ও তাঁর বন্ধু রাহুল। কেবল আধুনিক নয়, সাবেকি শাড়িতেও সদ্য একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী। সাদা কালো শাড়িতে ঋতাভরীর সাজ নজর কেড়েছে নেটিজেনদের। খোলা চুল, আলগা সাজই ঋতাভরীর স্টাইল স্টেটমেন্ট। কানে ভারি দুলের সঙ্গে সামঞ্জস্য রাখতে গলা খালি রেখেছিলেন ঋতাভরী। ব্যাকলেস বেনারসি ব্লাউজে ঋতাভরীর সাজ সম্পূর্ণ।