বিস্মৃত হতে হতেও রয়ে গিয়েছেন মনে জন্মবার্ষিকীতে কাজী নজরুল ইসলামকে ফিরে দেখা বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ নাম রাখা হয় দুখু মিয়াঁ আট বছর বয়সে বাবাকে হারান স্কুলে পড়াকালীনই সাহিত্যচর্চা সৈনিক হিসেবে ছিলেন মেসোপটেমিয়ায় সেখানেই ফারসি শিক্ষা শুরু ১৯১৯ সালে দেশে ফেরেন নজরুল মুসলমান বলে বাসন ধুতে চাননি পরিচারিকা 'নবযুগ’, ‘ধূমকেতু’ পত্রিকার সম্পাদনা কারারুদ্ধ করে ব্রিটিশ সরকার জেলে বসেও চলে সাহিত্যচর্চা অত্যাচারের বিরুদ্ধে একটানা অনশন ১৯২৩ সালের ১৫ ডিসেম্বর মুক্তি ১৯২৪ সালে প্রমীলা সেনগুপ্তের সঙ্গে বিয়ে ১৯৪০ সালে স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত হন ১৯৪২ সালে নিজে আক্রান্ত হন পিক্সরোগে ৭৭ বছরের জীবনকাল কবির সাহিত্যচর্চা ২২-২৩ বছরই