বাঙালির ভুরিভোজে জায়গা পাবেই চপ-কাটলেট।



ভেজ বা ননভেজ- আড্ডার ঠেকে যে কোনও ভাবে নিজের জায়গা করে নেয় চপ বা কাটলেট



এবিপি আনন্দ খাইবার পাস ২০২৪-এ রয়েছে এসবের নানা সম্ভার।



ফিস ফিঙ্গার থেকে ফিস কাটলেট, মোচার চপ থেকে চিকেন পকোড়া। রয়েছে সবই



শীতের আমেজ আছে, তারই সঙ্গে রয়েছে লম্বা উইকএন্ড। তাই ভিড় বাড়ছে এবিপি আনন্দ খাইবার পাসে



বাঙালি চপ-কাটলেট থেকে আফগানি কাবাব কিংবা চাইনিজ ফ্রাই- সব চেখে দেখতে জমছে ভিড়



নিরামিষ আইটেমও কম নেই। যাঁদের রুচি ভেজ-এ, তাঁদের জন্যও রয়েছে হরেক রকম সম্ভার।



চিংড়ি থেকে ভেটকি! মাছের হরেক চপ-কাটলেট-ফ্রাই যেমন আছে, তেমনই রসনাতৃপ্তির জন্য রয়েছে চিকেনের আইটেমও।



২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আজ ২৮ জানুয়ারি রাত পর্যন্ত। তাই আজকেই শেষ সুযোগ



হরেক রকম ফ্রাইয়ের ভিড়ে হারিয়ে মন আর তার সঙ্গে পেটকেও খুশি করতে পৌঁছে যান বাগবাজার সর্বজনীনের মাঠে এবিপি আনন্দ খাইবার পাসে।