মুখরোচক খাবার খাওয়ার আগে খিদেটা একটু ঝালিয়ে নিয়ে দরকার জলজিরা সরবতের।



কিংবা অনেকটা খেয়ে একটু আইঢাঁই হলে ভাল লাগবে লেমনেড।



ইচ্ছে হলে চেখে দেখা যাবে হরেকরকম মকটেল বা ফলের রস



এসবই মিলছে এবিপি আনন্দ খাইবার পাসে। সেখানে রয়েছে হরেকরকম মকটেল এবং জুসের পসরা



ফলের রস থেকে লস্যি, ম্যাঙ্গো বা চকোলেট শেক থেকে মকটেল রয়েছেই সবই



যাঁদের স্মুদি পছন্দ তাঁদের জন্যও রয়েছে দেদার অপশন। গ্রিন অ্যাপেল কিংবা ব্ল্যাক কারেন্ট স্মুদির অপশনও মিলবে



আর সেসব খাওয়া হয়ে গেলে আপনার জন্য় অপেক্ষা করছে অন্তত ১৫ ধরনের মকটেলের সম্ভার।



যেমন খুশি চাই- বললেই নিমেষে চলে আসবে আপনার হাতে। তৈরিও হবে আপনার চোখের সামনেই।



এখানেই শেষ নয় ফ্রাইড রোল আইস ক্রিম কিংবা লাইভ ফ্রুট জুস আইসক্রিমের স্বাদও মিলবে এখানে



২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে আজ ২৮ জানুয়ারি রাত পর্যন্ত। তাই আজকেই শেষ সুযোগ।