যে ব্যক্তির উপর শনির কৃপা বর্ষিত হয়, সুখই তাদের জীবনে একমাত্র বিষয় ওঠে। যারা গরিব-দুঃখী মানুষকে সাহায্য করে, তাঁদের আশীর্বাদ করেন শনি। দুর্বল ও অসহায়কে হয়রান করেন না যিনি, তিনি শনির সুনজরে থাকেন। যারা কালো কুকুরকে রুটি ও দুধ খাওয়ায়, তার উপর শনিদেব খুব খুশি হন। যারা কালো ছোলা, কালো তিল, উরদ ডাল, তেল, বস্ত্র বা খাদ্যদ্রব্য দান করেন তাদের উপর শনি খুব খুশি হন যারা শনিবার উপবাস করে শনিদেবের পুজো করেন এবং দানকর্ম করেন, তার উপর শনিদেব খুব খুশি হন। শনিদেব পরিচ্ছন্নতা পছন্দ করেন। তাই সময়ে সময়ে নখ কাটা উচিত। সরিষার তেলে রুটি ভিজিয়ে কালো কুকুরকে খাওয়ালে রাহু-কেতুর দোষ দূর হয়। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই