চাল ও গমের তুলনায় বাজরা বা মিলেটের উপকারিতা অনেকাংশে বেশি।



২০২৩ হল International Year of Millets



এই শস্য grass family র অন্তর্ভুক্ত। উন্নয়নশীল দেশে এই শস্যর বহুল ব্যবহার আছে।



প্রথমত মিলেটে গ্লুটেন থাকে না। হাই প্রোটিন, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্টের ভাঁড়ার।



বাজরা হল স্টার্চ সমৃদ্ধ শস্য। অর্থাৎ কার্বোহাইড্রেট সমৃদ্ধ।



এতে বেশ কয়েকটি ভিটামিন এবং খনিজ পাওয়া যায়। 



ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফোলেট , আয়রনের উৎস



রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বাজরা ।



কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে বাজরা।



বাজরা ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ শস্য হিসাবে বিবেচিত হয়।