হাই ফিভার ডেঙ্গির উপসর্গ। সঙ্গেই প্রবল সর্দি ও ঠান্ডা লাগা।

মাংসপেশি এবং শরীরের বিভিন্ন গাঁটে অসম্ভব ব্যথা, সারা গায়ে rash দেখা যায়।

অনেকের প্রবল মাথাব্যথা (headache) হয়ে থাকে চোখে এবং চোখের পিছনে ব্যথাও।

কোনও ওষুধ এখনও নেই। উপসর্গের ভিত্তিতে চিকিৎসা করা হয়।

প্রচুর জল, ফলের রস জাতীয় ফ্লুইড গ্রহণ করুন।

এর চিকিৎসা বলতে প্যারাসিটামল এবং ফ্লুইড দেওয়া।

ডেঙ্গি রুখতে সবথেকে বড় হাতিয়ার সচেতনতা।

ড্রামে যেন জল না জমে। কোনও জায়গায় যেন দীর্ঘদিন বর্জ্য জমে না থাকে ।

প্রয়োজনে মশারির ব্যবহার, মশা রেপেল্যান্টস ব্যবহার করতে হবে।

সঠিক সময়ে চিকিৎসা না করালে ডেঙ্গি প্রাণঘাতীও হতে পারে।