Image Source: pixabay

খালি পেটে লেবুজাতীয় সাইট্রাস ফল ভুলেও খাবেন না। এতে অ্যাসিড হতে পারে।

Image Source: pixabay

টমেটো খেলেও বদহজমের সমস্যা হতে পারে খালি পেটে থাকলে।

Image Source: pixabay

আনারসের ব্রোমেলাইন উৎসেচক খালি পেটে সমস্যা সৃষ্টি করতে পারে।

Image Source: pixabay

পেঁপের প্যাপাইন হজমে সাহায্য করে, কিন্তু খালি পেটে খেলে উল্টো প্রভাব পড়বে।

Image Source: pixabay

তরমুজ খালি পেটে খেলে চট করে শর্করা বেড়ে যেতে পারে রক্তে।

Image Source: pixabay

একইভাবে ডুমুরও খালি পেটে খাওয়া উচিত নয়।

Image Source: pixabay

কলাও এই হিসেবে রেড জোনেই থাকছে।

Image Source: pixabay

আপেল কিন্তু ভুলেও খালি পেটে খাবেন না, পেটের সমস্যায় পড়বেন।

Image Source: pixabay

আঙুরে এত শর্করা আছে যে খালি পেটে খেলে সমস্যা বাড়বে আপনার।

Image Source: pixabay

ডায়েটরি ফাইবার থাকলেও খালি পেটে পেয়ারা খেলে হজমের সমস্যা হতে পারে।