ঘন ঘন পা নাড়ানো আসলে মনের কিছু অবস্থার হদিশ দেয়।



স্ট্রেস কমাতে অনেকেই এটি করে থাকেন।



কিছু সময় দুশ্চিন্তা কমাতেও এটি করেন অনেকে।



মনোযোগের সমস্যা থাকলে পা নাড়ানোর অভ্যাস তৈরি হয়।



কেউ কেউ মাঝে মাঝেই আগ্রহ হারিয়ে ফেলেন কোনও ঘটনা বা বিষয়ে।



সেই সময় নিজের অজান্তেই তিনি পা নাড়াতে শুরু করেন।



হয়তো বিষয়টি তিনি শুনছেন। কিন্তু ততটা গভীরভাবে নয়।



আবার অস্থিরতার লক্ষণও হতে পারে এই পা নাড়ানো।



কিছু ক্ষেত্রে বেশি সক্রিয় হলেও এমনটা হয়। যাকে হাইপারঅ্যাক্টিভ বলেন বিশেষজ্ঞরা।



স্নায়ুর সমস্যা থাকলে পা নাড়ানোর সমস্যা দেখা দেয় অনেকের।