প্রতিদিনই হেরফের হয় সোনার দামে, কমবেশি হয় রুপোর দামও। সোমবার কলকাতা তথা রাজ্যে কী দাম রইল? সোমবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম (995) প্রতি গ্রাম ৫৮০৮ টাকা সোমবার ২২ ক্যারেটের সোনা কেনার জন্য খরচ গ্রাম প্রতি ৫৬১০ টাকা সোমবার ২২ ক্যারেটের সোনা বেচতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম মিলবে ৫২৮৫ টাকা ১৮ ক্যারেটের সোনার দাম এদিন প্রতি ১ গ্রামে ৪৬২৩ টাকা সোমবার প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৬৯৫৬৩ টাকা সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে ধরনের সোনার গ্রামপ্রতি যে দাম উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি অতিরিক্ত যুক্ত হবে