গত ১০ বছরে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির পাশাপাশি এসেছে বহু বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা। প্রতিযোগিতার দৌড়ে দেশবাসীকে অনেক বেশি সুবিধার আশ্বাস দিচ্ছে এই কোম্পানিগুলি।

তা সত্ত্বেও কমেনি এলআইসি-র চাহিদা। এবার গ্রাহকদের জন্য এই পলিসি নিয়ে এল কোম্পানি।

LIC বিমা শ্রী পলিসি হল একটি নন-লিঙ্কড পার্সোনাল জীবন বিমা পলিসি।

এই পলিসিতে বিনিয়োগ করলে আপনি ডেথ বেনিফিট হিসাবে ১২৫ শতাংশ পর্যন্ত বিমার অর্থের সুবিধা পাবেন।

পলিসিতে 'সাম অ্যাসিওরর্ড'-এর পরিমাণ - ১০ লক্ষ টাকা৷

পলিসিতে সর্বোচ্চ বিমার পরিমাণ - কোনও সীমা নেই।

পলিসির মেয়াদ- ১৪, ১৬, ১৮ ও ২০ বছর

৫৫ বছর (১৪ বছর পলিসির মেয়াদ), ৫১ বছর (১৬ বছর পলিসির মেয়াদ), ৪৮ বছর (১৮ বছর পলিসির মেয়াদ), ৪৫ বছর (২০ বছর পলিসির মেয়াদ)

এতে বিনিয়োগ করে পলিসিধারকের দুটি উপায়ে সুবিধা হতে পারে।

প্রথমটি হল মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ ও দ্বিতীয়টি হল 'ডেথ বেনিফিট'।

পলিসি কেনার ৫ বছরের মধ্যে যদি কোনও ব্যক্তি মারা যান, তবে নমিনি বিমার অর্থের সুবিধা পাবেন৷

আপনি যদি পরপর দুই বছর এই পলিসির প্রিমিয়াম শোধ করেন, তাহলে আপনি এই পলিসির পরিবর্তে ঋণের সুবিধা পেতে পারেন।