গত ১০ বছরে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির পাশাপাশি এসেছে বহু বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা। প্রতিযোগিতার দৌড়ে দেশবাসীকে অনেক বেশি সুবিধার আশ্বাস দিচ্ছে এই কোম্পানিগুলি।
তা সত্ত্বেও কমেনি এলআইসি-র চাহিদা। এবার গ্রাহকদের জন্য এই পলিসি নিয়ে এল কোম্পানি।
LIC বিমা শ্রী পলিসি হল একটি নন-লিঙ্কড পার্সোনাল জীবন বিমা পলিসি।
পলিসিতে 'সাম অ্যাসিওরর্ড'-এর পরিমাণ - ১০ লক্ষ টাকা৷
পলিসিতে সর্বোচ্চ বিমার পরিমাণ - কোনও সীমা নেই।
পলিসির মেয়াদ- ১৪, ১৬, ১৮ ও ২০ বছর
৫৫ বছর (১৪ বছর পলিসির মেয়াদ), ৫১ বছর (১৬ বছর পলিসির মেয়াদ), ৪৮ বছর (১৮ বছর পলিসির মেয়াদ), ৪৫ বছর (২০ বছর পলিসির মেয়াদ)
প্রথমটি হল মেয়াদপূর্তিতে প্রাপ্ত অর্থ ও দ্বিতীয়টি হল 'ডেথ বেনিফিট'।
আপনি যদি পরপর দুই বছর এই পলিসির প্রিমিয়াম শোধ করেন, তাহলে আপনি এই পলিসির পরিবর্তে ঋণের সুবিধা পেতে পারেন।