বন্ধ পলিসি ফের শুরু করার সুযোগ দিচ্ছে LIC। এই দিনের মধ্যে করতে হবে আবেদন।
আপনি যদি দেশের সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানির পলিসি হোল্ডার হয়ে থাকেন, তবে আপনার জন্য রয়েছে সুখবর।
১৭ অগাস্ট থেকে ২১ অক্টোবরের মধ্যে LIC-এর ল্যাপস পলিসি আবার চালু করা যেতে পারে।
তবে বকেয়া প্রথম প্রিমিয়ামের তারিখ ৫ বছরের বেশি হলে চালু করা যাবে না পলিসি।
এবার LIC 1 লক্ষ টাকা পর্যন্ত বকেয়া প্রিমিয়ামে দেরির ফিতে 25 শতাংশ ছাড় দিচ্ছে। এতে সর্বোচ্চ 2,500 টাকা ছাড় দেওয়া হবে।
1 থেকে 3 লক্ষ টাকার বকেয়া প্রিমিয়ামে সর্বাধিক ছাড় দেওয়া হবে 3000 টাকা৷
3 লক্ষ টাকার উপরে বকেয়া প্রিমিয়ামের উপর 30 শতাংশ ছাড় দেওয়া হবে। সেই ক্ষেত্রে সর্বোচ্চ ডিসকাউন্ট হবে 3,500 টাকা।