আজ বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের কারণে সেনসেক্স 651 পয়েন্ট নিচে নেমেছে। সেভাবে গতি ধরতে দেখা যায়নি বুলসদের।

আজকের লেনদেন শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 651 পয়েন্ট কমে 59,646-তে থেমেছে।

সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 198 পয়েন্টের পতনের সাথে 17,758 পয়েন্টে বন্ধ হয়েছে।

এদিন বাজারে তথ্যপ্রযুক্তি খাত ছাড়া বাকি সব খাতই বন্ধ হয়েছে লালে।

ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, জ্বালানি, ধাতু, ভোগ্যপণ্য, তেল ও গ্যাস ছাড়াও মিডিয়া খাতের শেয়ারে ব্যাপক বিক্রি দেখা গেছে।

আজ আদানি পোর্টস 4.65 শতাংশ, লারসেন 2.19 শতাংশ, ইনফোসিস 0.89 শতাংশ, আইশার মোটরস 0.37 শতাংশ, বাজাজ অটো 0.34 শতাংশ, টিসিএস 0.13 শতাংশ বেড়েছে

সেখানে IndusInd Bank 4.05 শতাংশ, Bajaj Finserv 3.08 শতাংশ, Bajaj Finance 2.53 শতাংশ, Tata Steel 2.27 শতাংশ, Maruti Suzuki 2.10 শতাংশ পড়েছে।

মূলত, বাজারে বেয়ারসদের অত্যধিক চাপের ফলেই পড়তে থাকে বাজার। মনে করা হচ্ছে, বুল মার্কেট আসার আগে কারেকশন নিচ্ছে ভারতীয় বাজার।

সেই ক্ষেত্রে সোমবার ফের সবুজে দেখা যেতে পারে সেনসেক্স, নিফটিকে। অবশ্য তা অনেকটাই বিশ্ব বাজারের ওপর নির্ভর করবে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারে আর্থিক মন্দা এলেও তা ভারতের শেয়ার বাজারে ততটা প্রভাব ফেলতে পারেনি। তাই বাজার ফের ১৯ হাজারের দিকে ছুটবে।