সকালে নেমেও বিকেলে সবুজে দৌড় থামাল বুলসরা। আজ নিফটি ক্লোজিং দিয়েছে ১৭,৯৫৬.৫০ পয়েন্টে।

পিছিয়ে থাকেনি সেনসেক্স। গতকালের মতো গতি না দেখালেও এদিন ৬০.২৯৮ পয়েন্টে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জের গতি।

এদিন সকাল থেকেই সাইডওয়াজ মুভমেন্ট শুরু করে বাজার। সেই ক্ষেত্রে নিফটি বাজার খুলতেই লালে চলে যায়। একই হাল হয় সেনসেক্সের।

এদিন আইটি, অটো, তেল ও গ্যাস বাজারে চাপ ছিল। সেই কারণে সবই লালে বন্ধ হয়েছে। এখানে রিয়েলটি ও মেটাল প্রায় এক শতাংশ বেড়েছে।

স্টকগুলির মধ্যে ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, ইউপিএল ও উইপ্রো পিছিয়ে রয়েছে। কোটাক ব্যাঙ্ক 3%-এর বেশি লাভ করেছে৷

সেখানে এলএন্ডটি ও টাটা কনজিউমারও আজ শীর্ষ পারফরমারদের মধ্যে নাম লিখিয়ে শেষ হয়েছে।

এদিন ফ্ল্যাট বাজারে পারফর্ম করেছে কোটাক ব্যাঙ্ক ৩.৯০ শতাংশ, এলটি ২.০৬ শতাংশ, টাটা কনজিউমার ১.৭২ শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট ১.৫০ শতাংশ ও ইনডাসইন্ড ব্যাঙ্ক ১.৫০ শতাংশ বেড়েছে।

বাজার খারাপ যায় এদের

এদিন ডক্টর রেড্ডিস ২.১৩ শতাংশ, ইউপিএল ২.০৪ শতাংশ, উইপ্রো ১.৭০ শতাংশ, বিপিসিএল ১.৬১ শতাংশ ও ইনফোসিস ১.৩২ শতাংশ নেমে যায়।

এদিন বিশ্ব বাজারের প্রভাব পড়ে ভারতীয় বাজারে। এমনিতেই গত কাল থেকে বড়সড় রেজিস্ট্যান্সের মুখে ছিল নিফটি।

মনে রাখবেন, এখানে দেওয়া স্টকগুলি নিফটি ৫০-র তুলনামূলক বিচারে নেওয়া ৫ স্টক। পুরো ভারতীয় বাজারের হিসেব করিনি আমরা।