Image Source: নিজস্ব চিত্র

বাজারে এল মারুতির নতুন অল্টো কে ১০ (Maruti Alto K10)।

Image Source: নিজস্ব চিত্র

নতুন K10-এর দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। গ্রিল ডিজাইনের আয়তন বেড়েছে। গাড়ির স্টাইলও নজর কেড়েছে।

Image Source: নিজস্ব চিত্র

টেইল ল্যাম্পের ডিজাইন অনেকটা চৌকো আকারের করা হয়েছে।

Image Source: নিজস্ব চিত্র

Heartect platform-এর উপর ভিত্তি করেই নতুন মডেলটি হয়েছে।

Image Source: নিজস্ব চিত্র

৭ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে এই মডেলে। গুণমানের বিচারেও বেশ ভাল। উইন্ডো সুইচ এসেছে টাচস্ক্রিনের ঠিক নীচে।

Image Source: নিজস্ব চিত্র

5-speed ম্যানুয়াল গিয়ারবক্স থাকছে। সবচেয়ে উপরের ২টি মডেলে থাকছে অটোমেটিক গিয়ারবক্স অপশন।

Image Source: নিজস্ব চিত্র

গাড়ির ভিতরে জায়গা, বুট স্পেস বেড়েছে। অন্দরসজ্জার দিতেও নজর দেওয়া হয়েছে।

Image Source: নিজস্ব চিত্র

K10C পেট্রোল ইঞ্জিন ব্যবহার হয়েছে। নতুন মারুতি অল্টো কে১০-এর হুইলবেস ২৩৮০ মিলিমিটার