বাজারে এল মারুতির নতুন অল্টো কে ১০ (Maruti Alto K10)। নতুন K10-এর দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে। গ্রিল ডিজাইনের আয়তন বেড়েছে। গাড়ির স্টাইলও নজর কেড়েছে। টেইল ল্যাম্পের ডিজাইন অনেকটা চৌকো আকারের করা হয়েছে। Heartect platform-এর উপর ভিত্তি করেই নতুন মডেলটি হয়েছে। ৭ ইঞ্চির টাচস্ক্রিন থাকছে এই মডেলে। গুণমানের বিচারেও বেশ ভাল। উইন্ডো সুইচ এসেছে টাচস্ক্রিনের ঠিক নীচে। 5-speed ম্যানুয়াল গিয়ারবক্স থাকছে। সবচেয়ে উপরের ২টি মডেলে থাকছে অটোমেটিক গিয়ারবক্স অপশন। গাড়ির ভিতরে জায়গা, বুট স্পেস বেড়েছে। অন্দরসজ্জার দিতেও নজর দেওয়া হয়েছে। K10C পেট্রোল ইঞ্জিন ব্যবহার হয়েছে। নতুন মারুতি অল্টো কে১০-এর হুইলবেস ২৩৮০ মিলিমিটার