শীঘ্রই পেতে পারেন দারুণ সুখবর। এবার সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হারে বৃদ্ধি করতে পারে সরকার।
RBI-এর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পর একের পর এক সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বেসরকারি ব্যাঙ্ক, ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করতে শুরু করেছে।
মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে এই নিয়ে বৈঠকে বসবে অর্থমন্ত্রক। যেখানে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করবে সরকার।
তখন এই স্কিমের সুদের হার বাড়ানো হতে পারে বলে আশা বিনিয়োগকারীদের।
বর্তমানে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বার্ষিক ৭.১ শতাংশ রাখা হয়েছে।
কৃষকদের ৬.৯ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে বিকাশপত্রে এক বছরের স্থায়ী আমানতে ৫.৫ শতাংশ পাবেন বিনিয়োগকারী
এক থেকে পাঁচ বছরের স্থায়ী আমানতে ৫.৫-৬.৭ শতাংশ দিচ্ছে সরকার। পাশাপাশি পাঁচ বছরের ডিপোজিট স্কিমে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
অতীতে RBI-র রেপো রেট দু-বার বাড়ানোর সিদ্ধান্তের পরেও অর্থ মন্ত্রক স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে পরিবর্তন করেনি।
আগামী ৩০ সেপ্টেম্বর চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের জন্য অর্থ মন্ত্রক এই সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার নিয়ে পর্যালোচনা করবে।তখনই সুদ বাড়াতে পারে সরকার।