নারকেল জল পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রাকৃতিক খনিজ পদার্থে ভরপুর, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে

Published by: ABP Ananda

পেট ঠান্ডা করে এবং অ্যাসিডের পরিমাণ কমায়, ত্বককে হাইড্রেটেড রাখতে পারে

Published by: ABP Ananda

জিরে জল হজমে সাহায্য করে, পেট ফাঁপা দূর করে এবং গ্যাস কমায়

Published by: ABP Ananda

প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য থাকার ফলে অ্যাসিডিটির আশঙ্কা কমায়

Published by: ABP Ananda

বাটার মিল্কে ভাল ব্যাকটেরিয়া রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং হজমকে সহজ করে

Published by: ABP Ananda

এই পানীয়ে সামান্য ভাজা জিরে গুঁড়ো, ব্ল্যাক সল্ট এবং পুদিনা পাতা যোগ করা যায়

Published by: ABP Ananda

পুদিনা এবং পাতিলেবু একসঙ্গে পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিড প্রতিরোধ করতে পারে

Published by: ABP Ananda

ঠান্ডা জলে পাতিলেবু দিয়ে তাতে মেশাতে হবে পুদিনা পাতা কুচি, প্রয়োজনে নুন এবং মধু দেওয়া যায়

Published by: ABP Ananda

অ্যালোভেরার রসে প্রদাহ-বিরোধী উপাদান আছে যা পেটের অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা নিরাময় করতে পারে

Published by: ABP Ananda

অ্যালোভেরার নির্যাসের সঙ্গে জল মিশিয়ে পান করে নিন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda