গরম ত্বকের সমস্যার শেষ নেই, বিশেষত অতিরিক্ত তেল বেরোলে তা থেকে মুক্তি দিতে পারে ওটমিল
Published by: ABP Ananda
May 20, 2025
ওটমিল ফেসপ্যাক হিসেবে ব্যবহার করা যায়, তবে তা এমনভাবে তৈরি করতে হবে যাতে স্ক্রাবারের মতো হয়
Published by: ABP Ananda
May 20, 2025
স্ক্রাবার তৈরির জন্য ওটমিল, আমন্ড ওয়েল, সামান্য জল, অল্প পরিমাণ চিনি গুঁড়ো, দুধ প্রয়োজন
Published by: ABP Ananda
May 20, 2025
পরিমাণ মতো ওটস নিয়ে তা গুঁড়ো করে নিতে হবে
Published by: ABP Ananda
May 20, 2025
ওই গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো আমন্ড ওয়েল এবং জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে
Published by: ABP Ananda
May 20, 2025
ত্বকের প্রয়োজন অনুযায়ী দুধ বা চিনির গুঁড়ো বা দই মেশাতে পারেন
Published by: ABP Ananda
May 20, 2025
এরপর ওই মিশ্রণ চোখের অংশ বাদ দিয়ে মুখে মেখে নিতে হবে
Published by: ABP Ananda
May 20, 2025
অল্প শুকিয়ে এলেই জল দিয়ে স্ক্রাব করে, মুখ ধুয়ে ফেলতে হবে
Published by: ABP Ananda
May 20, 2025
খেয়াল রাখতে হবে এই মিশ্রণ যেন মুখেই শুকিয়ে না যায়, তাতে ত্বকে টান পড়তে পারে
Published by: ABP Ananda
May 20, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।