রান্নায় বেশি লবণ
দিয়ে ফেলি আমরা


তাই বলে কি পুরো
রান্না ফেলে দেবেন?


বিকল্প উপায়ের
খোঁজ রইল


লবণ বেশি দিয়ে ফেললে
আলু কেটে ফেলে দিন


হালকা আঁচে ১৫-২০
মিনিট ফুটতে দিন


দুধ অতিরিক্ত
লবণ শুষে নিতে পারে


পদ বুঝে যোগ করতে
পারেন নারকেলের দুধও


লবণ বেশি হয়ে গেলে
লেবুও নিঙড়ে দিতে পারেন


একই ভাবে বেশি লবণ হয়ে গেলে
দই যোগ করুন রান্নায়


ঝোল পাতলা করতে ঢালতে
পারেন বাড়তি জলও


ভিনিগার এবং চিনি গুলে
ঢেলে দিতে পারেন


এগুলি সবই ঘরোয়া টোটকা,
অভিজ্ঞ কারও পরামর্শ নিতে পারেন