রাতে যেমন পর্যাপ্ত ঘুম প্রয়োজন, তেমনই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াও শরীরের জন্য দরকার

Published by: ABP Ananda

দেরি করে ঘুমালে লেপ্টিনের মতো হরমোন নিঃসরণ হয়, তাতে খিদে বাড়ে

Published by: ABP Ananda

এর ফলে মাঝরাতে খাবার খাওয়ার প্রবণতা বাড়ে, তা থেকে বাড়তে থাকে ওজন

Published by: ABP Ananda

রাতের পর রাত দেরি করে ঘুমালে স্ট্রেস লেভেল বাড়তে থাকে, যা একসময় উদ্বেগে পরিণত হয়

Published by: ABP Ananda

দেরি করে ঘুমালে সকালে কাজে সময় যে কোনও কাজে মনোনিবেশ করতে সমস্যা হয়

Published by: ABP Ananda

সাত ঘণ্টার কম রাতে ঘুমালে দিনভর ব্রেনের যেভাবে কাজ করার কথা তা করতে পারে না

Published by: ABP Ananda

কম ঘুমানোর ফলে পেটের স্বাস্থ্যেরও ক্ষতি হয়, হজমে সমস্যা হয় এবং মেটাবলিজ়ম বাড়তে পারে না

Published by: ABP Ananda

রাতের পর রাত ঠিক করে না ঘুমালে খাবার হজম হয় না, এমনকী ডায়বেটিসও হতে পারে

Published by: ABP Ananda

তাই আগেভাগেই সতর্ক হয়ে রাতে পর্যাপ্ত ঘুম এবং তাড়াতাড়ি ঘুমানো অভ্য়াস করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda