ঘুমের মধ্যে এই উপসর্গগুলোই হার্ট ফেলইয়রের সঙ্কেত

Published by: ABP Ananda
Image Source: pexels

হৃদ্‌যন্ত্রের পেশি দুর্বল হয়ে গিয়ে পাম্প করার ক্ষমতা হারালে

হার্ট ফেল করার ঝুঁকি বাড়ে

Image Source: pexels

বেশ কিছু উপসর্গ দেখলে

হার্ট ফেলিওরের বিষয় সতর্ক হওয়া যায়

Image Source: pexels

ঘুমের মধ্যে কতগুলি লক্ষণ

হার্ট ফেলিওরের উপসর্গ বলে মনে করেন চিকিৎসকরা

Image Source: pexels

গভীর রাতে শ্বাসকষ্টের সমস্যা?

সতর্ক থাকুন, নইলে বিপদ আসতে পারে যে কোনও সময়

Image Source: pexels

ঘুমের মধ্যে বুক ধড়ফড় করে ওঠে

আচমকা ঘুম ভেঙে গেলে সতর্ক থাকুন

Image Source: pexels

ঘুমের মধ্যেই কুলকুল করে ঘাম?

সতর্ক থাকুন।

Image Source: pexels

ঘুমের মধ্যে যদি শ্বাস নিতে কষ্ট হয়

সতর্ক থাকতেই হবে

Image Source: pexels

যাদের রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগের সমস্যা আছে

তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে

Image Source: pexels

ঘুমের সময় অ্যাসিড রিফ্লাক্স হলে

অবহেলা করবেন না

Image Source: pexels