মুখের ত্বক টানটান রাখতে আইস ফেসিয়াল একেবারে আদর্শ বাড়িতে নিজেই করতে পারেন গামলায় জল নিন প্রথমে তার মধ্যে কিছু বরফের টুকরো ফেলুন এর পর ওই জলে মুখ ডোবান ৫ সেকেন্ড এভাবে ছ'বার করুন, ১০ মিনিট সময় ধরে টাওয়ালে মুখ ঘষবেন না যেন! ঠান্ডা জলকে শুকোতে দিন আপনাআপনি এতে ত্বক একেবারে সতেজ হয়ে উঠবে বড় রন্ধ্রগুলি সঙ্কুচিত হবে চোখের নীচের ফোলাভাবও কমবে বিশেষ দ্রষ্টব্য - উপরিউক্ত লেখাটির পরিসংখ্যান, দাবি ও মতামত লেখকের নিজস্ব। এবিপি লাইভের সম্পাদকীয় কোনওরকম প্রভাব এতে নেই। লেখাটির বিষয়ে এবিপি কোনওরকম মত পোষণ করে না।)