অতিরিক্ত ঘুমালে স্বাভাবিক স্লিপ সাইকেল নষ্ট হয়, তাতে ক্লান্তি বাড়ে
January 3, 2025
Published by: ABP Ananda
অতিরিক্ত ঘুমের ফলে ব্রেনের কার্যকারিতা কমে, লক্ষ্যে স্থির থাকতেও সমস্যা হয়
January 3, 2025
Published by: ABP Ananda
প্রদাহের আশঙ্কা বাড়তে পারে অতিরিক্ত ঘুমের ফলে, এতে স্থূলতা এবং রক্তচাপের আশঙ্কাও তৈরি হয়
January 3, 2025
Published by: ABP Ananda
অতিরিক্ত ঘুমের কারণে বিগড়ে যেতে পারে মেজাজ, আবেগ নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে
January 3, 2025
Published by: ABP Ananda
মেটাবলিজ়ম নিয়ন্ত্রণে থাকে না এতে, যার জেরে ওজন বাড়ে দ্রুত
January 3, 2025
Published by: ABP Ananda
অতিরিক্ত ঘুমের কারণে ইনসুলিন সেন্সিটিভিটি তৈরি হয়, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে
January 3, 2025
Published by: ABP Ananda
ঘুমানোর সময় বাড়লে কাজের আগ্রহ এবং ইচ্ছা দুইই কমে
January 3, 2025
Published by: ABP Ananda
প্রয়োজনের তুলনায় বেশি ঘুমে মন হয় ভারাক্রান্ত, এমনকী মানসিক সমস্যাও দেখা দিতে পারে
January 3, 2025
Published by: ABP Ananda
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে অতিরিক্ত ঘুমের ফলে, তাই পর্যাপ্ত ঘুমই ভাল শরীরের পক্ষে
January 3, 2025
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।