ঠোঁট ফেটে গেলে সামান্য পরিমাণ মধু ঘুমাতে যাওয়ার আগে লিপ বামের মতো করে ঠোঁটে লাগিয়ে রাখুন, সকালে জল দিয়ে ধুয়ে নিন
Published by: ABP Ananda
January 3, 2025
নারকেল তেল রাখে হাইড্রেট, দিনের যে কোনও সময় ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন নারকেল তেল, তবে রোদে বেরোবেন না
Published by: ABP Ananda
January 3, 2025
সরসারি শিয়া বাটার বা শিয়া বাটার যুক্ত লিপ বাম মেখে নিন, ঠোঁট থাকবে কোমল
Published by: ABP Ananda
January 3, 2025
নির্দিষ্ট সময় মেনে চিনি এবং অলিভ ওয়েল মিশিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন
Published by: ABP Ananda
January 3, 2025
অ্যাভোকাডো স্ম্যাশ করে নিন, সামান্য পরিমাণ নিয়ে ঠোঁটের প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন
Published by: ABP Ananda
January 3, 2025
অ্যালোভেরার নির্যাসের গুণে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে এবং থাকবে হাইড্রেট
Published by: ABP Ananda
January 3, 2025
ঘুমাতে যাওয়ার আগে ঘি ব্যবহার করলে কোমল হবে ঠোঁট
Published by: ABP Ananda
January 3, 2025
গোলাপের পাঁপড়ি বেটে তাতে মিশিয়ে নিন দুধ, এরপর ওই মিশ্রণ প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন
Published by: ABP Ananda
January 3, 2025
জল পানের বিকল্প কিছু নেই, তাই শীতকালে ইচ্ছে না করলেও পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।
Published by: ABP Ananda
January 3, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।