শরীরে জলের মাত্রা পর্যাপ্ত পরিমাণে থাকলে এনার্জি বাড়ে, দিনভর তরতাজা থাকা যায়

Published by: ABP Ananda

জলের জন্য খাবার হজম হয় সহজে, একইসঙ্গে দূর কোষ্ঠকাঠিন্য দূর হয়

Published by: ABP Ananda

তবে শরীরে জল বা ফ্লুইডের অভাব হলে একাধিক শারীরিক সমস্যা হয়, যার কারণ অনেক সময়ই বোঝা যায় না

Published by: ABP Ananda

জল কম পরিমাণে পান করলে ঠোঁট এবং মুখ শুকিয়ে যায়

Published by: ABP Ananda

শরীরের জলের অভাব হলে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায় ফলে মাথা যন্ত্রণা হয়

Published by: ABP Ananda

আলস্য বোধ হয় জলের অভাব হলে, দিনভর ক্লান্ত লাগে

Published by: ABP Ananda

ত্বক খসখসে হয়ে যাওয়ার কারণ হতে পারে ডিহাইডড্রেশন, জলের অভাব হলে রুক্ষ হয় ত্বক

Published by: ABP Ananda

শরীরে ফ্লুইড কম থাকলে হার্টের পাম্পিং রেটও কমে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda