Image Source: PIXABAY

বাড়ির ছোট্ট বাগানে হলুদ গাঁদার গাছ রয়েছে? এই গ্রীষ্ণে কী ভাবে পরিচর্যা করবেন তাদের?

সব কিছুর মতোই গাছেদেরও পরিচর্যা জরুরি। তবে গাঁদার ক্ষেত্রে কয়েকটি নিয়ম জানলে এই প্রক্রিয়া সহজ হয়।

টবের মধ্যে ঝুরঝুরে মাটি ভরে তাতে গাঁদা গাছ লাগাতে পারেন। তবে দ্রুত জল চুঁইয়ে যায়, এমন মাটিও মেশাতে হবে এর সঙ্গে।

নিম্ন থেকে মাঝারি মাত্রার আর্দ্রতা এই গাছের পক্ষে সহনীয়। তাই এমন ব্যবস্থা করা দরকার।

সূর্যের আলো পুরোপুরি পেলেই গাঁদা ফুল ভালো মতো ফোটে। এমন জায়গাতেই গাছটি রাখুন।

৭০ ডিগ্রি থেকে ৮৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রায় ভাল থাকে এই গাছ। পরিচর্যায় সময় এটি মাথায় রাখা দরকার।

নিয়মিত জল দিতে হবে এই গাছগুলিকে। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখা দরকার।

অতিরিক্ত জল দিলে হিতে বিপরীত হতে পারে গাছের। এতে জল জমে সমস্যার আশঙ্কা।

প্রত্যেকটি গাছের পরিচর্যার জন্য আলাদা নিয়মনীতি রয়েছে। সেই মতোই তার দেখভাল দরকার।

গাঁদাও তার ব্যতিক্রম নয়।